ভাঙ্গছে বাঁধ, চোখ রাঙ্গাচ্ছে নোনা জলঃ বিপন্ন হচ্ছে উপকূল
জহর মিদ্দা, বয়স ৩৯, পেশায় ধান চাষি। বাড়ি কন্টাই, পূর্ব মেদিনীপুর। ফনি, আম্ফানের আস্ফালনে ধান চাষের জমিতে নোনা জল ঢুকে গেছে। একবার চাষের জমিতে নোনা জল ঢুকলে অন্তত তিন বছর সেই জমিতে চাষ করে কোন লাভ হয় না। আর কোন উপায় নেই, মজুরি খাটতে হবে অন্যের জমিতে নয়ত ভাত জুটবে না। স্বপন পাড়ুই, বয়স ৪৬, মীন ধরে দিনযাপন করেন।...